|
আল-কুরআনের ১০০টি মোটিভেশন -এম এ রাজ্জাক হাওলাদার |
পবিত্র কুরআনুল কারিম
মানবজাতির সর্বাঙ্গীণ কল্যাণ ও মুক্তির দিশারি বা পথপ্রদর্শক। মহান রাব্বুল আলামিন
আল্লাহ তায়ালা ওহীর মাধ্যমে- সর্বকালের, সর্বদেশের, সর্বলোকের জীবনবিধান ও মুক্তির সনদ হিসেবে কুরআনকে
নাজিল করেছেন। তো চলুন মানবজাতির জীবনবিধান ও মুক্তির সনদ পবিত্র কুরআনুল কারিমের
আদেশ নিষেধ বিষয়ক ১০০টি (মোটিভেশন) নির্দেশনা আজ আমরা জেনে নেই-
০১. কথাবার্তায় কর্কশ হবেন
না। (০৩:১৫৯)
০২. রাগকে নিয়ন্ত্রণ করুন
(০৩:১৩৪)।
০৩. অন্যের সঙ্গে ভালো
ব্যবহার করুন। (০৪:৩৬)
০৪. অহংকার করবেন না।
(০৭:১৩)
০৫. অন্যকে
তার ভুলের জন্য ক্ষমা করুন (০৭:১৯৯)
০৬. লোকদের সঙ্গে ধীরস্থির
হয়ে শান্তভাবে কথা বলুন। (২০:৪৪)
০৭. উচ্চস্বরে কথা বলবেন
না। (৩১:১৯)
০৮. অন্যকে উপহাস করবেন না
(৪৯:১১)
০৯. পিতা-মাতার প্রতি
দায়িত্বশীল আচরণ করুন। (১৭:২৩)
১০. পিতা-মাতার প্রতি
অসম্মানজনক শব্দ উচ্চারণ করবেন না। (১৭:২৩)
১১. অনুমতি না নিয়ে
পিতা-মাতার শোবার ঘরে প্রবেশ করবেন না। (২৪:৫৮)
১২. ঋণ গ্রহণ করলে তা লিখে
রাখুন। (০২:২৮২)
১৩. কাউকে অন্ধভাবে অনুসরণ
করবেন না। (০২:১৭০)
১৪. ঋণ গ্রহণকারীর কঠিন পরিস্থিতিতে
পরিশোধের সময় বাড়িয়ে দিন। (২:২৮০)
১৫. কখনো সুদের সঙ্গে জড়িত
হবেন না। (০২:২৭৫)
১৬. কখনো ঘুষের সঙ্গে
জড়িতে হবেন না। (০২:১৮৮)
১৭. প্রতিশ্রুতি ভঙ্গ
করবেন না। (০২:১৭৭)
১৮. আস্থা রাখুন (০২:২৮৩)
১৯. সত্যকে মিথ্যার সঙ্গে
মিশ্রিত করবেন না। (২:৪২)
২০. ইনসাফের সঙ্গে বিচার
করবেন। (০৪:৫৮)
২১. ন্যায়বিচারের জন্য
দৃঢ়ভাবে দাঁড়িয়ে যান। (০৪:১৩৫)
২২. মৃতদের সম্পদ তাদের
পরিবারের সদস্যদের মধ্যে সুষ্ঠভাবে বিতরণ করুন। (০৪:০৭)
২৩. নারীদের উত্তরাধিকারের
অধিকার আদায় করুন। (০৪:০৭)
২৪. এতিমদের সম্পত্তি
গ্রাস করবেন না। (০৪:১০)
২৫. এতিমদের রক্ষা করুন।
(০২:২২০)
২৬. অপরের সম্পদ
অন্যায়ভাবে গ্রাস করবেন না। (০৪:২৯)
২৭. মানুষের মধ্যে বিরোধ
নিষ্পত্তির জন্য চেষ্টা করুন। (৪৯:০৯)
২৮. সন্দেহ এড়িয়ে চলুন।
(৪৯:১২)
২৯. গুপ্তচরবৃত্তি করবেন
না, কুৎসা রটাবেন না। (৪৯:১২)
৩০. আল্লাহর বিধানুসারে বিচার
করুন। (০৫:৪৫)
৩১. সাদাকাতে সম্পদ ব্যয়
করুন। (৫৭:০৭)
৩২.দরিদ্রকে খাবার খাওয়ান।
(১০৭:০৩)
৩৩. অভাবীকে অভাব পূরুনের
উপায় বাতলে দিন। (০২:২৭৩)
৩৪. অপব্যয় করবেন না।
(১৭:২৯)
৩৫. খোঁটা দিয়ে দানকে নষ্ট
করে দিবেন না। (০২:২৬৪)
৩৬. অতিথিকে সম্মান করুন।
(৫১:২৬)
৩৭. কেবলমাত্র নিজে আমল
করে তারপর সংশ্লিষ্ট বিষয়ে অন্যকে আমল করার আদেশ দেবেন। (০২:৪৪)
৩৮. কাউকে গালাগালি করবেন
না। (০২:৬০)
৩৯. লোকজনকে মসজিদে যেতে
বাধা দিবেন না। (০২:১৪৪)
৪০. কেবল তাদের সঙ্গেই
লড়াই করুন, যারা আপনার সঙ্গে লড়াই করে (০২:১৯০)
৪১. যুদ্ধের শিষ্টাচার
মেনে চলুন। (০২:১৯১)
৪২. যুদ্ধেংদেহী হবেন না।
(০৮:১৫)
৪৩. দ্বীন নিয়ে বাড়াবাড়ি
করবেন না। (০২:২৫৬)
৪৪. সব নবীর ওপর ঈমান
আনুন। (২:২৮৫)
৪৫. স্ত্রীর মাসিকের সময়
যৌন মিলন করবেন না। (০২:২২২)
৪৬. আপনার শিশুকে পূর্ণ
দুবছর বুকের দুধ খাওয়ান। (০২:২৩৩)
৪৭. অননুমোদিত উপায়ে যৌন
মিলন করবেন না। (১৭:৩২)
৪৮. যোগ্যতা অনুসারে
নেতৃত্বের দায়িত্ব অর্পণ করুন। (০২:২৪৭)
৪৯. কোনো ব্যক্তিকে
সামর্থ্যের বাইরে বেশি বোঝা চাপিয়ে দেবেন না। (০২:২৮৬)
৫০. বিভক্তি উসকে দেবেন
না। (০৩:১০৩)
৫১. মহাবিশ্বের বিস্ময় ও
সৃষ্টি সম্পর্কে গভীরভাবে চিন্তা করুন (৩:১৯১)
৫২. আমল অনুযায়ী পুরুষ ও
নারীদের সমান পুরষ্কার পাবেন; তাই আমল করুন। (৩:১৯৫)
৫৩. ‘মাহরাম’ আত্মীয়কে
বিবাহ করবেন না। (০৪:২৩)
৫৪. পুরুষ হিসেবে নারীদের
সুরক্ষা দিন। (০৪:৩৪)
৫৫. কৃপণ হবেন না । (০৪:৩৭)
৫৬. অন্তরে পরশ্রীকাতরতা
পুষে রাখবেন না। (০৪:৫৪)
৫৭. একে অপরকে হত্যা করবেন
না। (০৪:৯২)
৫৮. প্রতারণার পক্ষে
ওকালতি করবেন না। (০৪:১০৫)
৫৯. পাপ কাজে এবং আগ্রাসনে
সহযোগিতা করবেন না। (০৫:০২)
৬০. সৎ কাজে সহযোগিতা
করুন। (০৫:০২)
৬১. সংখ্যাগরিষ্ঠতা পেলেই
কোনোকিছু সত্য বলে গ্রহণ করবেন না। (০৬:১১৬)
৬২. ন্যায়বিচার করুন।
(০৫:০৮)
৬৩. অপরাধীকে
দৃষ্টান্তমূলক শাস্তি দিন। (০৫:৩৮)
৬৪. পাপ ও বেআইনী কাজের
বিরুদ্ধে লড়াই করুন (০৫:৬৩)
৬৫. মৃত প্রাণী, রক্ত, শুকরের মাংস ভক্ষণ থেকে দূরে থাকুন। (০৫:০৩)
৬৬. মাদক এবং অ্যালকোহল
এড়িয়ে চলুন (৫:৯০)
৬৭. জুয়া খেলবেন না। (০৫:৯০)
৬৮. অন্য ধর্মের
দেবদেবীদের অবমাননা করবেন না। (০৬:১০৮)
৬৯. ক্রেতাকে ঠকানোর
উদ্দ্যেশ্যে মাপে কম দেবেন না। (০৬:১৫২)
৭০. খান এবং পান করুন; তবে অপচয় করবেন না। (০৭:৩১)
৭১. নামাজের সময় ভালো
পোশাক পরিধান করুন। (০৭:৩১)
৭২. আশ্রয়প্রার্থীকে
সুরক্ষা দিন, সহযোগিতা করুন। (০৯:০৬)
৭৩. বিশুদ্ধতাকে আঁকড়ে
ধরুন। (০৯:১০৮)
৭৪. আল্লাহর রহমতের আশা
কখনই পরিত্যাগ করবেন না। (১২:৮৭)
৭৫. অজ্ঞতাবশত ভুল করলে
আল্লাহর ক্ষমা প্রত্যাশা করুন। ( ১৬:১১৯)
৭৬. মানুষকে আল্লাহর পথে
আহ্বান করুন হিকমা ও উত্তমভাবে। (১৬:১২৫)
৭৭. অন্যের পাপের বোঝা
কাউকে বইতে হবে না, বিশ্বাস করুন। (১৭:১৫)
৭৮. দারিদ্র্যের ভয়ে
আপনার বাচ্চাদের হত্যা করবেন না। (১৭:৩১)
৭৯. যে বিষয়ে জ্ঞান আপনার
জ্ঞান নাই, সে বিষয়ে কারো পিছু লাগবেন না। (১৭:৩৬)
৮০. নিরর্থক কাজ থেকে দূরে
থাকুন। (২৩:০৩)
৮১. অনুমতি না নিয়ে
অন্যের বাড়িতে প্রবেশ করবেন না। (২৪:২৭)
৮২. যারা আল্লাহকে দৃঢ়ভাবে
বিশ্বাস করে, তাদের জন্য তিনি নিরাপত্তার ব্যবস্থা করবেন, এই বিশ্বাস
রাখুন। (২৪:৫৫)
৮৩. জমিনে নম্রভাবে
চলাফেরা করুন। (২৫:৬৩)
৮৪. পৃথিবীতে আপনার অংশকে
অবহেলা করবেন না। (২৮:৭৭)
৮৫. আল্লাহর সঙ্গে অন্য
কোনো উপাস্যকে ডাকবেন না। (২৮:৮৮)
৮৬. সমকামিতার ঘৃণ্য কাজে
লিপ্ত হবেন না। (২৯:২৯)
৮৭. সৎ কাজের আদেশ দিন, অসৎ কাজে বাধা দিন। (৩১:১৭)
৮৮. জমিনের ওপর দম্ভভরে
ঘুরে বেড়াবেন না। (৩১:১৮)
৮৯. নারীরা তাদের
জাকজমকপূর্ণ পোষাক প্রদর্শন করে বেড়াবে না। (৩৩:৩৩)
৯০. আল্লাহ সব গুনাহ ক্ষমা
করেন, বিশ্বাস রাখুন। (৩৯:৫৩)
৯১. আল্লাহর রহমত থেকে
নিরাশ হবেন না। (৩৯:৫৩)
৯২. ভালো দ্বারা মন্দকে
প্রতিহত করুন। (৪১:৩৪)
৯৩. পারস্পরিক পরামর্শের
মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করুন। (৪২:১৩)
৯৪. সর্বোত্তম মানুষ হওয়ার
লড়াই করুন। (৪৯:১৩)
৯৫. বৈরাগ্যবাদী হবেন না।
( ৫৭:২৭)
৯৬. জ্ঞান অন্বেষণে
ব্যাপৃত হোন। ( ৫৮:১১)
৯৭. অমুসলিমদের সঙ্গে সদয়
এবং নিরপেক্ষ আচরণ করুন। (৬০:০৮)
৯৮. লোভ থেকে নিজেকে
বাঁচান। (৬৪:১৬)
৯৯. আল্লাহর কাছে ক্ষমা
প্রার্থনা করুন। (৭৩:২০)
১০০. অধিক প্রতিদানের আশায়
অন্যকে কিছু দিবেন না। (৭৪:৬)
ইয়া রাব্বুল আলামিন আল্লাহ
(সুবহানু ওয়া তায়ালা)! আমাদেরকে পবিত্র কুরআনের আদেশ নিষেধগুলো মেনে চলার তাওফিক
দান করুন। আমিন।

No comments:
Post a Comment
razzakhowlader59@gmil.com