সত্যের বিজয়
-এম এ রাজ্জাক
হাওলাদার
সত্য মানুষকে
মুক্তি দেয়, আর মিথ্যা
মানুষকে ধ্বংস করে। এ জন্য ইসলাম জীবনের সর্বক্ষেত্রে সত্যের অনুসরণ করার নির্দেশ
দেয়। মিথ্যার অনুসরণ ও সত্য-মিথ্যার মিশ্রণ থেকে বিরত থাকতে বলেছে।
গত ১০মে ২০২৫ বাংলাদেশের ইতিহাসে এক সত্যের উম্মোচন হলো। ইতিহাসের মাইল ফলক হয়ে থাকবে যুগ হতে যুগান্তর। বাংলাদেশের
অন্তর্বর্তীকালীন সরকার, যার নেতৃত্বে
রয়েছেন নোবেল শান্তি পুরস্কার বিজয়ী মুহাম্মদ ইউনুস, সাবেক
প্রধানমন্ত্রী শেখ হাসিনার আওয়ামী লীগ দলের সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা
করেছে। এই নিষেধাজ্ঞা
সন্ত্রাসবিরোধী আইনের আওতায় কার্যকর হয়েছে এবং এটি বহাল থাকবে যতক্ষণ না একটি
বিশেষ ট্রাইব্যুনাল দলটির বিরুদ্ধে চলমান বিচারিক কার্যক্রম সম্পন্ন করে।
"সত্যের জয় সকল সময় - ইসলামী দৃষ্টিকোণ
এ বিষয়ে বলতে গেলে কুরআন,
হাদীস এবং ইসলামী
ইতিহাসের আলোকে বুঝতে হবে ইসলাম সত্যকে কীভাবে মূল্যায়ন করে এবং মিথ্যার পরিণাম
কীভাবে চিত্রিত করে। নিচে বিষয়টির ওপর একটি সংক্ষিপ্ত আলোচনা দেওয়া হলো:
সত্যের জয়: ইসলামী দৃষ্টিকোণ
ইসলামে
সত্য (الحقّ) একটি মৌলিক ও অত্যন্ত গুরুত্বপূর্ণ গুণ।
কুরআন ও হাদীসে বারবার সত্য বলার, সত্যের পথে থাকার এবং মিথ্যার বিরুদ্ধে
সংগ্রাম করার নির্দেশ দেওয়া হয়েছে। যদিও পার্থিব জীবনে কখনও কখনও মিথ্যা
সাময়িকভাবে সফল হতে দেখা যায়, ইসলামী দৃষ্টিকোণ থেকে সত্যই শেষপর্যন্ত
বিজয়ী হয়।
কুরআনের দৃষ্টিতে সত্যের গুরুত্ব
আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলা বলেন:
وَقُلْ
جَاءَ الْحَقُّ وَزَهَقَ الْبَاطِلُ إِنَّ الْبَاطِلَ كَانَ زَهُوقًا
"বল,
সত্য এসে গেছে এবং
মিথ্যা বিলুপ্ত হয়েছে; নিশ্চয়ই মিথ্যা বিলুপ্ত হবারই
ছিল।"
(সূরা আল-ইসরা-১৭:৮১)
এই আয়াতে আল্লাহ তা'আলা ঘোষণা করেছেন, সত্য যখন আসে তখন মিথ্যা থাকতে পারে না। মিথ্যা টিকেও না, টেকেও না।
রাসূল (সা.) ও সাহাবাদের জীবন থেকে
উদাহরণ
রাসূলুল্লাহ (সা.)-এর জীবনের পুরোটা জুড়ে সত্যের জন্য
সংগ্রাম ছিল। যখন গোটা মক্কা মিথ্যা,
মূর্তিপূজা ও
অন্যায়-অবিচারে ডুবে ছিল, তখন তিনি একাকী সত্যের ডাক দেন। তাঁর ওপর
কঠিন নির্যাতন এসেছিল, কিন্তু তিনি সত্য থেকে বিচ্যুত হননি।
পরিণামে আল্লাহ তাঁকে বিজয় দিয়েছেন।
হাদীসের বাণী
রাসূলুল্লাহ (সা.) বলেন: ‘আব্দুল্লাহ্ বিন্ মাস্’ঊদ্ (রাঃ) থেকে বর্ণিত তিনি বলেন: রাসূল
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন:
عَلَيْكُمْ بِالصِّدْقِ فَإِنَّ الصِّدْقَ يَهْدِيْ إِلَى
الْبِرِّ، وَإِنَّ الْبِرَّ يَهْدِيْ إِلَى الْـجَنَّةِ، وَمَا يَزَالُ الرَّجُلُ
يَصْدُقُ وَيَتَحَرَّى الصِّدْقَ حَتَّى يُكْتَبَ عِنْدَ اللهِ صِدِّيْقًا،
وَإِيَّاكُمْ وَالْكَذِبَ فَإِنَّ الْكَذِبَ يَهْدِيْ إِلَى الْفُجُوْرِ، وَإِنَّ
الْفُجُوْرَ يَهْدِيْ إِلَى النَّارِ، وَمَا يَزَالُ الرَّجُلُ يَكْذِبُ
وَيَتَحَرَّى الْكَذِبَ حَتَّى يُكْتَبَ عِنْدَ اللهِ كَذَّابًا.
‘‘তোমরা সত্যকে
আঁকড়ে ধরো। কারণ, সত্য পুণ্যের পথ দেখায় আর পুণ্য জান্নাতের পথ। কোন ব্যক্তি সর্বদা সত্য কথা
বললে এবং সর্বদা সত্যের অনুসন্ধানী হলে সে শেষ পর্যন্ত আল্লাহ্ তা‘আলার নিকট
সত্যবাদী হিসেবেই লিখিত হয়। আর তোমরা মিথ্যা থেকে সম্পূর্ণরূপে দূরে থাকো। কারণ, মিথ্যা পাপাচারের
রাস্তা দেখায় আর পাপাচার জাহান্নামের রাস্তা। কোন ব্যক্তি সর্বদা মিথ্যা কথা বললে
এবং সর্বদা মিথ্যার অনুসন্ধানী হলে সে শেষ পর্যন্ত আল্লাহ্ তা‘আলার নিকট
মিথ্যাবাদী রূপেই লিখিত হয়’’। (মুসলিম-২৬০৭)
ইসলামী ইতিহাসে সত্যের জয়
ইসলামের ইতিহাসে অসংখ্য যুদ্ধ, আন্দোলন, বিপ্লব এবং সমাজ সংস্কারে দেখা যায় — যারা আল্লাহর উপর ভরসা রেখে সত্যকে আঁকড়ে ধরেছেন, তাঁরাই পরিশেষে বিজয়ী হয়েছেন। বদর যুদ্ধ,
হুদায়বিয়ার সন্ধি, ফাতহে মক্কা— সব ক্ষেত্রেই সত্যের বিজয়ের দৃষ্টান্ত
পাওয়া যায়।
উপসংহার
ইসলামী দৃষ্টিতে সত্যের জয় নিশ্চিত, যদিও তা কখনো দেরিতে আসে। একজন মুমিনের দায়িত্ব হলো সত্যের পক্ষে দৃঢ় থাকা, কারণ আল্লাহর সাহায্য সত্যবাদীদের সঙ্গেই থাকে। সাময়িক দুঃখ-কষ্ট থাকলেও
চূড়ান্ত ফলাফল হিসেবে বিজয় কেবল সত্যেরই হয়।

No comments:
Post a Comment
razzakhowlader59@gmil.com