কোলাকুলি(মুয়ানাকার)পদ্ধতি ও
দোয়া
এম এ রাজ্জাক হাওলাদার
কোলাকুলি করা সুন্নাত। আল্লাহর রাসূল (সা:)
তাঁর সাহাবিদের সাথে কোলাকুলি করেছেন। হযরত আবু হুরায়রা রা: থেকে বর্ণিত, ‘একদিন হাসান রা: নবী
কারীম (সা:)-এর কাছে আসলেন, তিনি তখন তাকে জড়িয়ে
ধরলেন এবং কোলাকুলি (মুয়ানাকা)করলেন।’ (শারহুস সুন্নাহ)
কোলাকুলির
পদ্ধতিঃ-
দুই ব্যক্তির উভয়ে ডান গলা মিলিয়ে কোলাকুলি
করবে। তিনবার করা জরুরি নয়। (তিরমিযী: ২/১০২; লিসানুল
আরব: ১০/২৭২)
কোলাকুলির
দোয়াঃاَلَّلهُمَّ زِدْ مُحَبَّتِى
لِلَّهِ وَرَسُوْلِهِ
উচ্চারণ: আল্লহুম্মা ঝিদ মুহাব্বাতি লিল্লাহি
ও রাসূলিহি। (জামিউস সুনান: ১৫৯; আহকামে
জিন্দেগী:
৩৯৮)
অর্থ: আল্লাহ তা'য়ালা আমাদের মধ্যে
আল্লাহর ওয়াস্তে পরষ্পর মুহাব্বত ও ভালোবাসা বৃদ্ধি করে দিন!
আরবী ভাষায় উনুক শব্দের অর্থ হচ্ছে ঘাড় বা
গলা, পরস্পরের গলাতে গলা
মিলানকে মুয়ানাকা বা কোলাকুলি বলা হয়। পক্ষান্তরে আরবি ভাষায় ছাদর কে বলা হয়
সিনা অর্থাৎ বক্ষ বা বুক। বুকে বুকে পরস্পরের মিলানকে আরবিতে মুসাদারা বলা হয়।
ইসলামী শরীয়তে মুয়ানাকা জায়েজ আর মুসাদারা হারাম। অথচ আমাদের দেশে
অজ্ঞতাবশত মুয়ানাকার পরিবর্তে অধিকাংশ লোক মুসাদারা করে থাকে অর্থাৎ বক্ষের সঙ্গে
বক্ষ মিলিয়ে থাকে। আরব দেশের লোকেরা রাসূল সাল্লাল্লাহু সালামের শেখানো এবং
দেখানো পদ্ধতি সঠিকভাবে মুয়ানাকা বা কোলাকুলি করে থাকে।
সুতরাং আমাদের এই বিষয়ে সঠিক
পদ্ধতির সুন্নাহ সম্মত আমল করা উচিত।অর্থাৎ মুসাদারা নয় বরং মুয়ানাকা করা। মহান আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝার তৌফিক দিন। আমীন।
%E0%A6%AA%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%A7%E0%A6%A4%E0%A6%BF%20%E0%A6%93%20%E0%A6%A6%E0%A7%8B%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%BE.png)
No comments:
Post a Comment
razzakhowlader59@gmil.com