Saturday, November 18, 2023

ইহুদীরা অভিশপ্ত জাতী {তাদের রাষ্ট্র ব্যবস্থা ৮০ বছরের বেশী টিকে না}

 

ইহুদীরা অভিশপ্ত জাতী

{তাদের রাষ্ট্র ব্যবস্থা ৮০ বছরের বেশী টিকে না}

 

-এম এ রাজ্জাক হাওলাদার

ইহুদীরা যে অভিশপ্ত জাতী তাদের প্রমান কুরআনেই রয়েছে। তাদের রাষ্ট্র ব্যবস্থা ৮০ বছরের বেশী টিকে না তার কয়েকটি উদাহরণ দেওয়া হলো:

#সূরা ফাতিহার শেষ আয়াতে মাগদুব مغضوب বলতে গজব প্রাপ্ত হলো ইহুদীদের বোঝানো হয়েছে৷ ইহুদীরা হলো অভিশপ্ত ৷

অভিশপ্ত কারা, কারা কোন পথে চলে আল্লাহ্‌র নিকট হতে অভিশপ্ত হয়েছে, তাদের সম্পর্কে বিস্তারিত জেনে নেয়া আবশ্যক। কুরআন মাজীদ ঐতিহাসিক জাতিদের সম্পর্কে উল্লেখ করতে গিয়ে বলা হয়েছেঃ

وَضُرِبَتْ عَلَيْهِمُ الذِّلَّةُ وَالْمَسْكَنَةُ وَبَاءُوا بِغَضَبٍ مِنَ اللَّهِ ذَلِكَ بِأَنَّهُمْ كَانُوا يَكْفُرُونَ بِآيَاتِ اللَّهِ وَيَقْتُلُونَ النَّبِيِّينَ بِغَيْرِ الْحَقِّ ذَلِكَ بِمَا عَصَوْا وَكَانُوا يَعْتَدُونَ (61)

আর তাদের উপর অপমান লাঞ্ছনা ও দারিদ্র্যের কষাঘাত হানা হয়েছে এবং তারা আল্লাহ্‌র অভিশাপ প্রাপ্ত হয়েছে। এমন হলো এ জন্য যে, তারা আল্লাহর বিধি বিধান মানতো না এবং নবীগণকে অন্যায়ভাবে হত্যা করত। তার কারণ, তারা ছিল নাফারমান সীমালংঘকারী।" [সূরা আল-বাকারাহ-:৬১]

পূর্বাপর আলোচনা করলে নিঃসন্দেহে এটা বুঝতে পারা যায় যে, এ কথাটি ইয়াহুদীদের সম্পর্কে বলা হয়েছে। তাই মাগদুববলতে যে এখানে ইয়াহুদীদের বুঝানো হয়েছে, সে বিষয়ে সমস্ত মুফাসসিরই একমত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাদীসেও অনুরূপ স্পষ্ট বর্ণনা রয়েছে- [দেখুন, মুসনাদে আহমাদ-৫/৩২,৩৩]

 

# কেন ইহুদীরা উদভ্রান্ত ও তারা লাঞ্ছনা পেয়ে থাকে?

আল্লাহ তায়ালা বলেন,

ضُرِبَتْ عَلَيْهِمُ الذِّلَّةُ أَيْنَ مَا ثُقِفُوٓا إِلَّا بِحَبْلٍ مِّنَ اللَّهِ وَحَبْلٍ مِّنَ النَّاسِ وَبَآءُو بِغَضَبٍ مِّنَ اللَّهِ وَضُرِبَتْ عَلَيْهِمُ الْمَسْكَنَةُ ۚ ذٰلِكَ بِأَنَّهُمْ كَانُوا يَكْفُرُونَ بِئَايٰتِ اللَّهِ وَيَقْتُلُونَ الْأَنۢبِيَآءَ بِغَيْرِ حَقٍّ ۚ ذٰلِكَ بِمَا عَصَوا وَّكَانُوا يَعْتَدُونَ

“তারা যেখানেই থাকুক না কেন, তাদের উপর নির্ধারণ করে দেয়া হয়েছে লাঞ্ছনা, তবে আল্লাহর পক্ষ থেকে কোন প্রতিশ্রুতি এবং মানুষের পক্ষ থেকে প্রতিশ্রুতি থাকলে আলাদা কথা। আর তারা আল্লাহর পক্ষ থেকে গযব নিয়ে ফিরে এসেছে। আর তাদের উপর দারিদ্র্য নির্ধারণ করে দেয়া হয়েছে। তা এ কারণে যে, তারা আল্লাহর আয়াতসমূহকে অস্বীকার করত এবং নবীদেরকে অন্যায়ভাবে হত্যা করত। তা এ জন্য যে, তারা নাফরমানী করেছে, আর তারা সীমালঙ্ঘন করত।” [আলে ইমরান-৩:১১২]

 

কখনো আল্লাহর প্রতিশ্রুতি অথবা মানুষের প্রতিশ্রুতি লাভ করে অল্প সময়ের জন্য তারা প্রতিষ্ঠিত হয় যেমন পশ্চিমাদের এবং আমেরিকার প্রতিশ্রুতে তারা পরগাছা রাষ্ট্র পেয়েছে৷ এটা বেশীদিন টিকবে না ৷ তারা আবার রাজ্যহারা হবে ৷

 

মজার ব্যাপার হলো ইহুদীদের তালমুদে আছে, তাদের রাষ্ট্র ৮০ বছরের বেশী টিকবে না যদি ও তালমুদ ধর্মগ্রন্থ নয় বা তাওরাত নয়৷ উইকে পিডিয়ায় তালমুদের পরিচয় হলো:

#"তালমুদ (ইংরেজি ভাষায়: Talmud, হিব্রু ভাষায: תלמוד, talmūd এর অর্থ হল LMD থেকে শিক্ষাদান, অধ্যয়ন করা, আলোচনা করা) ইহুদিদের একটি পবিত্র গ্রন্থ, তৌরাতের মত নয়। এটি কেবল ইহুদিদের দ্বারা মৌখিক আইন হিসেবে পরিচিত। একে সিনাই পর্বতে মুসার মাধ্যমে প্রকাশ করা হয়েছিল এবং রোমানরা জয় করার আগে পর্যন্ত যুগ যুগ ধরে চলে আসছিল। তালমুদ লেখতে নিযুক্ত করা শুরু হয়েছিল যখন, তাদের দ্বিতীয় উপাসনাগৃহ ধ্বংস হয়ে যায়। কারণ তারা ভয় পেয়েছিল যে ইসরায়েলের ধর্মীয় প্রতিষ্ঠান অন্তর্ধান করতে পারে।"

 

পশ্চিমাদের সহায়তায় ইহুদীদের পরগাছা রাষ্টটি ৭৭ বছর হয়েছে৷ ১৯৪৫ হতে ২০২৩ পর্যন্ত৷ আমার মনে সায় দিচ্ছে অল্প সময়ে ব্যবধানে তারা সম্পূর্ণ ফিলিস্তিন হতে বিতাড়িত হবে ৷ হামাস নেতা ইসমাঈল হানিয়া বলেছিল,

لن نعترف لن نعترف لن نعترف باسرائل

আমরা কখনো ঈসরাইল কে স্বীকৃতি দিবনা দিবনা দিবনা৷ অর্থাৎ দ্বি-রাষ্ট্র হামাস সহ সকল জিহাদী সংগঠন মেনে নিবে না৷ বরং তারা ইহুদীদের সম্পুর্ণ বিতাড়িত করে এই পবিত্র ভূমিকে মুক্ত করবে৷ যেমন ভাবে মহানবী ইহুদীদের মদীনা হতে বেরকরে দিয়ে মদিনাকে রক্ষা করে ছিলেন৷

ইহুদীরা যেভাবে জমিনে ফাসাদ সৃষ্টি করছে৷ গাজায় নির্বিচারে নারী, শিশুও বৃদ্ধদের হত্যা করছে৷ জনপদে বিপর্যয় সৃষ্টি করছে সীমা লংঘন করছে৷ তারা অতি শিঘ্রই বিতাড়িত হবে এটা এখন সময়ের ব্যাপার ইনশাআল্লাহ৷৷


No comments:

Post a Comment

razzakhowlader59@gmil.com