আজ ২১ নভেম্বর “মহান সশস্ত্রবাহিনী দিবস-২০২৩”
জাতীর বীরসেনানীদের
সশ্রদ্ধ সালাম জানাই আমরা সকলে-
বাংলাদেশের সশস্ত্রবিহিনী দিবস-২০২৩
সশস্ত্র বাহিনী
দিবস সাংবার্ষিকভিত্তিতে ২১ নভেম্বর বাংলাদেশে পালন করা হয়।
১৯৭১ সালের এই
দিনে বাংলাদেশের সেনা, নৌ ও বিমান বাহিনী
সম্মিলিতভাবে মুক্তিযুদ্ধে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে আক্রমণের সূচনা করে।
অতঃপর ১৬
ডিসেম্বর, ১৯৭১ সালে
বাংলাদেশ মিত্র সেনাদের নিয়ে গড়া মিত্রবাহিনীর কাছে পাকিস্তান হানাদার বাহিনীর
প্রায় তিরানব্বই হাজার সেনা আনুষ্ঠানিকভাবে রেসকোর্স ময়দানে আত্মসমর্পণ করে।
এ আত্মসমর্পণের
মধ্য দিয়েই বিশ্ব মানচিত্রে আমরা একটি স্বাধীন-সার্বভৌম বাংলাদেশের অভ্যুদয়ের
পাশাপাশি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ-এর পরিসমাপ্তি ঘটে। আমরা পাই একটি লাল-সবুজের
পতাকা। যা নিয়ে আমরা চিরকাল বেচে থাকবো।

No comments:
Post a Comment
razzakhowlader59@gmil.com