জুম‘আর সব চাইতে ছোট খুৎবাহ
-এম এ
রাজ্জাক হাওলাদার
ঐতিহাসিক সেই জুম'আর দিনে সম্মানিত খতীব মিম্বরে আরোহণ করে বললেন
—
“বাজারের মহিলারা কারা?” মুসল্লীরা নিশ্চুপ!
তিনি পুনরাবৃত্তি করলেন,
“কার মহিলারা বাজারে?” মুসল্লীরা নিরুত্তর হয়ে গেলো!
তিনি শেষবারের মতো জিজ্ঞেস করলেন,
“কার মহিলারা বাজারে?” মুসল্লীরা চুপ রইলেন!
তিনি বসলেন, এরপর আবারও দাঁড়িয়ে বললেন, “তোমাদের সলাত কোনো কল্যাণ বয়ে আনবে না, যতদিন তোমাদের নারীরা পর্দাহীনভাবে চলাচল করবে। ওহে ইমাম, সলাত আরম্ভ করো!”
পাঠক জানেন, এই খতীব কে? তিনি হলেন গত শতাব্দির খ্যাতনামা আলিমে দীন মুফাসসিরে কুরআন শাইখুল আল্লামা তাহির ইবনু আশূর [মৃত্যু: ১৯৭৩ খ্রি.] রাহিমাহুল্লাহ। শাইখ ইবনু আশূর তাঁর জগদ্বিখ্যাত তাফসীর ‘আত-তাহরীর ওয়াত-তানবীর' লিখতে সময় নিয়েছিলেন সুদীর্ঘ ৪০বছর, অথচ সেই শাইখ ইবনু আশূর খুতবায় যা বললেন তা বলতে সর্বসাকুল্যে হয়তো (৪০)চল্লিশ সেকেন্ডও ব্যয় হয়নি।
[সূত্র: বই: দুনিয়ার যত আজব রেকর্ড – ১ পৃষ্ঠা: ১৫৪]

No comments:
Post a Comment
razzakhowlader59@gmil.com